শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে হার, হোয়াইটওয়াশ টাইগাররা

4 months ago 80

১৯৭ রান করেও জিততে পারলো না বাংলাদেশ। পাকিস্তানের কাছে শেষ ম্যাচে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৯৭ রানের লক্ষ্য তারা ১৭.২ ওভারে (১৬ বল হাতে রেখে), ৩ উইকেট হারিয়ে পার হয়ে যায়। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

প্রথম ম্যাচে ৩৭ রানে, দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের পর শেষ ম্যাচে হারলো ৭ উইকেটে। বাংলাদেশে হেরেছে মূলত ব্যাটার মোহাম্মদ হারিসের কাছে। একাই ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া সাইম আইয়ুব করেন ৪৫ রান।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাহিবজাদা ফারহানের (১) উইকেট হারায় পকিস্তান। এরপর ৯২ রানের জুটি গড়ে তোলেন সাইম আইয়ুব এবং মোহাম্মদ হারিস। সাইম আইয়ুব আউটর হলেও হারিস অপরাজিত থাকেন। হাসান নওয়াজ করেন ২৬ নাস। অধিনায়ক সালমান আগা অপরাজিত থাকেন ১৫ রানে।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ১টি উইকেট নেন তানজিম সাকিব।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৬৬ রান এবং তানজিম সাকিবের ৪২ রানে ভর করে ১৯৭ রান করে বাংলাদেশ। এই দুই ব্যাটার ওপেনিংয়ে গড়ে তোলে ১১০ রানের জুটি।

আইএইচএস/এমকেআর

Read Entire Article