শেষবারের মতো আর্জেন্টিনা জার্সিতে নামছেন মেসি!

2 hours ago 2
ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা তারকাদের একজন লিওনেল মেসি ধীরে ধীরে জাতীয় দলকে বিদায় জানানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি-স্পোর্টস জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আইরিসে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই আর্জেন্টিনা জার্সিতে শেষবারের মতো আনুষ্ঠানিক ম্যাচ খেলতে নামবেন এই কিংবদন্তি। যদিও তাদের এই দাবি অন্য কোন সংবাদমাধ্যমে আসেনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার হাতে এখন আর মাত্র দুটি ম্যাচ—৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাইরে। এরপরই শুরু হবে ২০২৬ বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে আসরটি) প্রস্তুতি পর্ব, যেখানে থাকবে একের পর এক প্রীতি ম্যাচ। ইতোমধ্যেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলার টিকিট। উরুগুয়ে ও প্যারাগুয়ে একেবারেই দ্বারপ্রান্তে, তাদের বড়সড় বিপর্যয় না ঘটলে জায়গা পাকা হয়ে যাবে। ২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৯৩ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১১২টি, সহায়তা করেছেন আরও ৬১টিতে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর থেকে দেশটির সমর্থকদের কাছে তিনি কেবল ফুটবলার নন, বরং জীবন্ত কিংবদন্তি। এবার সেই মেসির বুয়েনস আইরিসে শেষবারের মতো নামা ভক্তদের জন্য আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে চলেছে। ঘোষিত স্কোয়াডে কারা আছেন কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন। গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), জেরোনিমো রুই (মার্সেই) ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাউয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়ত, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের, ফাকুন্দো মেডিনা মিডফিল্ডার: আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালান বারেলা, লিয়েন্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোল পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো চেলসো, ক্লাউদিও একচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টিন কার্বনি  "If nothing unusual happens, Argentina's upcoming game against Venezuela on September 4 will be Leo Messi's last official match with the National Team in Buenos Aires." @DSports pic.twitter.com/rhqmGXdyHf — All About Argentina (@AlbicelesteTalk) August 18, 2025
Read Entire Article