শোকজের জবাব দেননি নাজমুল, পরবর্তী পদক্ষেপ কী?

৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল বিসিবির বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।  বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবির শৃঙ্খলা কমিটির কাছেও কোনো ধরনের লিখিত উত্তর জমা দেননি বিতর্কিত এই পরিচালক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলই ভালোভাবে বলতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কদিন আগেই ক্রিকেটারদের পারফরম্যান্স ও পারিশ্রমিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাজমুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে কঠোর অবস্থান নেন ক্রিকেটাররা। এমনকি বিপিএলের ম্যাচ বয়কটের পথেও হাঁটার সিদ্ধান্ত নেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিসিবি ওই পরিচালককে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পাশাপাশি তার মন্তব্যের ব্যাখ্যা জানতে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। শনিবার বেলা ১১টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা ছিল নাজমুলের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ার পাশাপাশি তিনি উল্টো এ ধরনের নোটিশ পাঠানো নিয়েই বোর্ডের কাছে প্রশ্ন তোলেন বলে জানিয়েছে একটি সূত্র। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মন্তব্য করতে রাজি নন। তবে বোর্ডের এক

শোকজের জবাব দেননি নাজমুল, পরবর্তী পদক্ষেপ কী?
৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল বিসিবির বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।  বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবির শৃঙ্খলা কমিটির কাছেও কোনো ধরনের লিখিত উত্তর জমা দেননি বিতর্কিত এই পরিচালক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলই ভালোভাবে বলতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কদিন আগেই ক্রিকেটারদের পারফরম্যান্স ও পারিশ্রমিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাজমুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে কঠোর অবস্থান নেন ক্রিকেটাররা। এমনকি বিপিএলের ম্যাচ বয়কটের পথেও হাঁটার সিদ্ধান্ত নেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিসিবি ওই পরিচালককে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পাশাপাশি তার মন্তব্যের ব্যাখ্যা জানতে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। শনিবার বেলা ১১টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা ছিল নাজমুলের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ার পাশাপাশি তিনি উল্টো এ ধরনের নোটিশ পাঠানো নিয়েই বোর্ডের কাছে প্রশ্ন তোলেন বলে জানিয়েছে একটি সূত্র। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মন্তব্য করতে রাজি নন। তবে বোর্ডের এক পরিচালক কালবেলাকে জানিয়েছেন, জবাব না পেলে গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত নেবে বিসিবি। মাঠে ফেরার আগে ক্রিকেটারদের দাবি ছিল, বিতর্কিত পরিচালক নাজমুলের পদত্যাগ। তবে বোর্ড জানিয়েছিল, শোকজের পর প্রসেস মেনেই এগোতে হবে বিসিবিকে। সেজন্য ক্রিকেটারদের ৪৮ ঘণ্টা অপেক্ষা করতেও বলা হয় এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বিসিবি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো জবাব দেননি এম নাজমুল। এ পরিচালককে বুঝাতে নানা চেষ্টা করেন অন্য পরিচালকরা। তবে নিজেদের অবস্থানে অনড়ই ছিলেন তিনি। অর্থ বিভাগের চেয়ারম্যান থেকে তাকে সরিয়ে দেওয়া কিংবা মন্তব্যের জন্য কারণ দর্শানোসহ দুটো ঘটনাই দেশের ক্রিকেটেও নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। এবার চিঠির জবাব না দেওয়ার পর বোর্ড কি ধরনের ব্যবস্থা নিচ্ছে—সেটাই দেখার অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow