শ্বশুরবাড়িতে শিরিন শিলা, কী ছিল শাশুড়ির উপহার

2 weeks ago 11

শ্বশুরবাড়িতে গেছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। তার বাড়ির সবাইকে আমন্ত্রণ করা হয়েছে সেখানে। প্রথমবার শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির কাছ থেকে দামী উপহার পেয়েছেন এই অভিনেত্রী।

আজ (৭ ডিসেম্বর) শনিবার রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়িতে হাজির হয়েছেন শিরিন শিলা, সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও। উপহার হিসেবে শাশুড়ি তাকে দিয়েছেন সোনার এক সেট গয়না। সেই গয়না পরা একটা ছবি ফেসবুকে প্রকাশ করেছেন শিলা।

শিলার শ্বশুরের আদি বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। জাগো নিউজকে তিনি বলেন, ‘আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়নি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছিল। আগামী বছরের শুরুতে হবে বিবাহোত্তর সংবর্ধনা। আজ আমার শ্বশুরবাড়িতে পরিবারের সবার দাওয়াত ছিল।’

শ্বশুরবাড়িতে শিরিন শিলা, কী ছিল শাশুড়ির উপহার

শাশুড়ির প্রশংসা করে শিরিন শিলা বলেন, ‘আজ শাশুড়ি মা আমাকে সোনার এক সেট গয়না দিয়েছেন। কোনো কাজে হাত দিতে দিচ্ছেন না। দুই পরিবারের সবার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলাম, খুব ভালো লাগছে। আমি সবসময় চাইতাম, আমার শাশুড়ি আমাকে খুব আদর করবে। আমি সেই আদর পেতে শুরু করেছি।’

আরও পড়ুন

২০১৮ সালের ১০ অক্টোবর আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী শিরিন শিলার। সেই পরিচয় থেকে প্রেম, তারপর চলতি বছর বিয়ে করেন তারা।

শ্বশুরবাড়িতে শিরিন শিলা, কী ছিল শাশুড়ির উপহার

শিরিন শিলার পর্দার খবর হচ্ছে, বেশ কিছু কাজ করে সেগুলো মুক্তির অপেক্ষায় আছেন তিনি। শিলা বলেন, ‘বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। তা ছাড়া নতুন একটা সিনেমার শুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যে।
ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শিরিন শিলার। ওই ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। প্রধান নায়িকা না হয়েও দর্শকের নজর কেড়েছিলেন শিরিন শিলা। পরে শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ ছবিতে প্রধান নায়িকা হিসেবে দেখা যায় তাকে।

এমআই/আরএমডি/এমএস

Read Entire Article