ভৈরবে গ্রেফতার আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর রুবেল আফরাদের কাছে চন্দনকে হস্তান্তর করা হয়।
গ্রেফতার চন্দনের ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। তিনি আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার ১নং আসামি বলে পুলিশ জানায়।
এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে।
ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া জানান, ভৈরব থানার একটি বিশেষ টিম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করে। সকালের দিকে কোতোয়ালি থানার ইন্সপেক্টর রুবেল আফরাদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তারা গ্রেফতার আসামিকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন।
জানা যায়, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন এলাকা থেকে আটক করে।
তিনি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন। এরইমধ্যে আমরা তাকে গ্রেফতার করি।
রাজীবুল হাসান/এফএ/এএসএম