লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কাবুল মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। আগুনে ঘরের আসবাবপত্র, দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে।
সোমবার (২৬ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক মো. কাবুল মিয়া (৩৪) তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আহের আলীর ছেলে। তিনি বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ বছর ধরে মমতা ও কাবুলের বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর মন্টু হোসেনের বাড়িতে থাকতেন তিনি। তাদের দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন।
আরও জানা গেছে, স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে হঠাৎ করে স্বামী কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী বলেন, অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।