শ্বশুরবাড়িতে তারেক রহমান

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত এবং নফল নামাজ আদায় করেছেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রহমত মঞ্জিলে পৌঁছেছেন তিনি।  এ সময় এলাকাবাসী ও দলীয় হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করে নেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে তারেক রহমান শ্বশুরবাড়ি পৌঁছেলে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান। সরেজমিনে দেখা যায়, সেখানে পৌঁছে শ্বশুরবাড়ি এলাকার স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে জামাই তারেক রহমানের আগমনে সাজ সাজ রব বিরাজ করছে সিলাম এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডা. জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি। ১২ হাজার নেতাকর্মীর জন্য ৪৩ হাড়ি খাবার রান্না করা হয়েছে।

শ্বশুরবাড়িতে তারেক রহমান

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত এবং নফল নামাজ আদায় করেছেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রহমত মঞ্জিলে পৌঁছেছেন তিনি। 

এ সময় এলাকাবাসী ও দলীয় হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করে নেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে তারেক রহমান শ্বশুরবাড়ি পৌঁছেলে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।

সরেজমিনে দেখা যায়, সেখানে পৌঁছে শ্বশুরবাড়ি এলাকার স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে জামাই তারেক রহমানের আগমনে সাজ সাজ রব বিরাজ করছে সিলাম এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডা. জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি। ১২ হাজার নেতাকর্মীর জন্য ৪৩ হাড়ি খাবার রান্না করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow