শ্যামলপল্লী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের অর্থসহায়তা

3 months ago 50

রাজধানীর শ্যামলপল্লী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এস এম খালিদুজ্জামান।

বুধবার (২১ মে) ভাষানটেক থানা জামায়াত আয়োজিত পশ্চিম ভাষানটেক গুদারাঘাট শ্যামলপল্লী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্যামলপল্লী বস্তি এলাকার বাসিন্দাদের খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩ লাখ টাকা আর্থিক অনুদান ও ফুড প্যাকেট বিতরণ করেন।

জানা গেছে, সম্প্রতি রাজধানীর ভাষানটেক থানার গুদারাঘাট শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ শতাধিক ঘর-বাড়ি ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এএএম/এমআইএইচএস

Read Entire Article