শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত মো. শাহজালাল

10 hours ago 3

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর মজলিসে শূরা ও কর্মপরিষদের সাবেক সদস্য মো. শাহজালাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ইমামতিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বক আলোচনায় ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমীর আবদুস সবুর ফকির, মরহুম মো. শাহজালালের কর্মময় জীবনের ওপর আলোচনায় বলেন, মো. শাহজালাল আমৃত্যু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছেন। এ ছাড়াও তার হাত ধরে বহু মানুষ দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়েছে। দ্বীন কায়েমের আন্দোলনে তার ত্যাগ আল্লাহ কবুল করে তাকে শাহাদাতের মর্যাদা দান করুক।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মরহুম মো. শাহজালাল সারাজীবন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছেন। শুধু বাংলাদেশের জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার অপরাধে তাকে বহু হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। নিজ বাড়িতে তাকে থাকতে দেওয়া হয়নি। নিজ বাড়ি ছাড়া হয়ে তিনি ফেরারীর মত জীবনযাপন করেছেন। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা মরহুম শাহজালাল দুনিয়াতে তার বাড়িতে থাকতে পারেনি আল্লাহ যেন তাকে জান্নাতের বাড়িতে থাকার সুযোগ দান করেন।

জানাযায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মো. কামাল হোসাইন, ড. মুহাম্মদ আব্দুল মান্নান, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. আবু ইউসুফ খান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হেলাল উদ্দিন রুবেল প্রমূখ। 

Read Entire Article