শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

2 hours ago 3

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভ্রমণপিপাসু দেশি বিদেশি পর্যটকদের স্বাভাবিক যাতায়াত ও নিরাপত্তায় নানাবিধ পদক্ষেপ নিয়েছে শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশ। 

সেপ্টেম্বর থেকে পর্যটক মৌসুম শুরু হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের পর্যটনশিল্পের প্রবেশদ্বার মৌলভীবাজার জেলা ভ্রমণে আসবেন লক্ষাধিক দেশি ও আন্তর্জাতিক পর্যটক। পর্যটন শিল্প বিকাশে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের একটি চৌকস দল। 

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), চা বাগান সংলগ্ন আলপনা সড়ক, বধ্যভূমি ৭১, বিটিআরআই চা বাগানসহ আশপাশের এলাকায় আগত পর্যটক ও দর্শনার্থীদের সেবা এবং সার্বিক নিরাপত্তা প্রদানের সাথে আইনশৃঙ্খলা রক্ষা ডিউটিতে নিয়োজিত শ্রীমঙ্গল জোনে কর্মরত ট্যুরিস্ট পুলিশের কর্তব্যরত কর্মকর্তারা।

নিয়মিত টহলের পাশাপাশি, হোটেল রিসোর্ট, কটেজ, গেস্ট হাউজে আগত পর্যটকদের নিরাপত্তা তদারকিও করা হচ্ছে। সেই সাথে মোটরসাইকেলে পর্যটনশিল্পের দর্শনীয় স্থানসমূহে টহল জোরদার করা হয়েছে।

শ্রীমঙ্গল ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের যুগ্মসম্পাদক তাপস দাশ বলেন, আমরা দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে দীর্ঘদিন কাজ করছি, এখানে পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের কর্তব্যরত কর্মকর্তারা রয়েছেন। তাছাড়া শ্রীমঙ্গলের পর্যটন গ্রাম রাধানগর এলাকায় ট্যুরিস্ট পুলিশের একটি কার্যালয় রয়েছে, এতে এখানে আগত পর্যটকরা অনেকটাই নিরাপদ বোধ করেন। 

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী কালবেলাকে জানান, আমাদের মৌলভীবাজার জেলা পর্যটন সমৃদ্ধ এলাকা, এখানে বছর জুড়েই আসেন অতিথিরা। এখানে আমাদের কাজও অনেক, নিয়মিত টহলের পাশাপাশি আমরা হোটেল রিসোর্টেও তদারকি করছি। সেই সাথে বিদেশি পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছি আমরা।

Read Entire Article