শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই।
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মো. নাইম শেখ, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মো. সাইফউদ্দিন।
প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে আগামী ১০ জুলাই। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে
এমএইচ/