শ্রীলঙ্কার বোলিং ঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ

6 hours ago 4

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ-‘বি’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে তাদের পেসাররা যেন আগুন ঝরাচ্ছে। ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান।

ইনিংসের প্রথম দুই ওভারেই পরপর উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। নুয়ান থুশারার দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে ০ রানে বোল্ড হন তানজিদ হাসান তামিম। এর পরের ওভারেই দুষমন্থা চামিরার শিকার হন পারভেজ ইমন (০)।

শুরুতেই ২ উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। তার ওপর চতুর্থ ওভারে রান আউট হয়ে ফেরেন তৌহিদ হৃদয় (৮)। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস। পাওয়ারপ্লের শেষ ওভারে দাসুন শানাকার বিরুদ্ধে দারুণ কিছু শট খেলে স্কোরবোর্ড সচল রাখেন তিনি। ২৮ রান করে অবশ্য তাকে ফিরতে হয় হাসারাঙ্গার বলে।

অন্যপ্রান্তে অবশ্য ভরসা দিতে পারেননি মেহেদী হাসান। ৭ রানে তাকে এলবিডব্লিউ করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আরেকপ্রান্তে অপরাজিত আছেন জাকার আলি (৬*)।

বাংলাদেশের ব্যাটিং কার্ড বলছে—

  • তানজিদ হাসান তামিম ০ (৬)
  • পারভেজ ইমন ০ (৪)
  • তাওহীদ হৃদয় ৮ (৯)
  • শেখ মেহেদী হাসান ৭ (৯)

এখন পর্যন্ত শ্রীলঙ্কার পেসারদের নিয়ন্ত্রণই বড় পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম দুই ওভারেই উইকেট-মেইডেন করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয় লঙ্কানরা। তবে লিটনের ব্যাট এখনো আশার আলো দেখাচ্ছে টাইগার শিবিরে।

Read Entire Article