সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০২ ফেব্রুয়ারি ২০২৫

2 hours ago 5

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ এশিয়ায় দ্রুত বাড়ছে ডিজিটাল লেনদেন, কমছে নগদ অর্থের ব্যবহার
এশিয়ায় দ্রুতগতিতে নগদ অর্থের লেনদেন কমে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে কিউআর কোড ও স্মার্টফোনভিত্তিক ডিজিটাল পেমেন্ট পদ্ধতিগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট প্রসেসিং কোম্পানি ওয়ার্ল্ডপে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে এশিয়ায় মোট লেনদেনের প্রায় ৪৭ শতাংশ নগদ অর্থে হতো, যা ২০২৭ সালের মধ্যে মাত্র ১৪ শতাংশে নেমে আসতে পারে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের কঠোর শুল্কনীতি
ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের দুই সপ্তাহ পার হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের তিন প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন। তার এই নীতি বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যে ২৫ শতাংশ এবং চীন থেকে আমদানি করা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন
ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শুল্ক নীতিতে চীনকে বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়তে হয়েছিল। এবার তিনি যখন আবার হোয়াইট হাউজে ফিরেছেন, তখন চীন আগের মতো আর অসহায় নয়, বরং লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রথম মেয়াদে ট্রাম্পের শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ শুরু হয়। এখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি চীনা পণ্যে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

কানাডা-মেক্সিকো-চীনের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প
কানাডা ও মেক্সিকোর ওপর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকেই এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এমন নির্দেশের কারণে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাবে এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে মেক্সিকো-চীন
এবার কানাডার পথে হাঁটতে চলেছে মেক্সিকো এবং চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই ঘোষণার পর মেক্সিকো জানিয়েছে যে, তারাও একই ধরনের পদক্ষেপ নেবে।

এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, বাণিজ্য যুদ্ধ শুরু?
কানাডা ও মেক্সিকোর ওপর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো এবং চীন।

নিউইয়র্ক টাইমসসহ ৪ গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প
দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে অভূতপূর্ব এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। দ্য নিউইয়র্ক টাইমস ছাড়া বাকি তিনটি গণমাধ্যম হলো ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকো। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের স্থান ত্যাগ করতে বলা হয়েছে।

সুদানে কাঁচাবাজারে গোলাবর্ষণ-বিমান হামলায় নিহত ৫৬
সুদানের একটি সবজির বাজারে গোলাবর্ষণ এবং বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। দেশটির ওমদুরমান এলাকার একটি বাজারে ওই হামলার ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যায় একজনের মৃত্যু, ঘরছাড়া হাজারও মানুষ
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় একজনের মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। টানা বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে। গত শুক্রবার থেকে কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলের বিশাল এলাকা পানির নিচে রয়েছে। বন্যায় ইনঘ্যাম শহর ও কাছাকাছি টাউনসভিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেএএ/জেআইএম

Read Entire Article