সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৫

2 months ago 7

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পিউ রিসার্চের গবেষণা/ বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী বাড়ছে সবচেয়ে দ্রুত
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম। — সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শিরোনামের এই গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৫ কোটি, যা খ্রিষ্টানসহ অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ, চলছে ধরপাকড়
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কিছু কিছু জায়গায় এটি রূপ নিয়েছে ট্রাম্প প্রশাসনবিরোধী প্রতিবাদেও। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, শিকাগো, টেক্সাস, সান ফ্রান্সিসকোসহ বহু শহরে।

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করা হয়েছে। বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত থেকে এই কারফিউ কার্যকর হবে। মেয়র কারেন বাস এই তথ্য জানিয়েছেন।

তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, আগ্রহী পাকিস্তানও
তুরস্ক থেকে ৪৮টি ‘কান’ যুদ্ধবিমান কিনছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এটি পঞ্চম প্রজন্মের এই উন্নত যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক রপ্তানি চুক্তি। যদিও আর্থিক চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫
গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজা শহরের দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে।

ইসরায়েলের ২ মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ ৫ দেশের নিষেধাজ্ঞা
ইসরায়েলের অতি ডানপন্থি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। অধিকৃত পশ্চিম তীরে ‘ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উসকানি’ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় বুধবার ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় রাজধানী তাইপেতে বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থাপনা কেঁপে উঠেছে।

ভারতে করোনায় আরও ছয়জনের মৃত্যু, সক্রিয় রোগী ৭ হাজার ছাড়ালো
ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২১ জনে। এ সময়ের মধ্যে মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছর দেশটিতে করোনায় অন্তত ৭৪ জনের মৃত্যু হলো।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ বদলে যাচ্ছে কাজের ধরন, কেমন হবে ভবিষ্যতের চাকরি?
মার্কিন রাজনীতিকদের মধ্যে এক ধরনের নস্টালজিয়া দেখা যায়—পুরোনো দিনের মতো তাদের কারখানাগুলো আবার কর্মচঞ্চল হয়ে উঠবে, সাধারণ মানুষ সেখানে আগের মতো ভালো বেতনের চাকরি পাবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অনেকেই এমন স্বপ্ন দেখান। কিন্তু বাস্তবতা বলছে—কারখানার কাজ আর আগের মতো নেই এবং ভবিষ্যতেও তা ফিরবে না।

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে হজযাত্রীদের সৌদি ছাড়ার নির্দেশ
হজযাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কেএএ/জিকেএস

Read Entire Article