সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ডিসেম্বর ২০২৪

1 month ago 10

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতে মন্দির-মসজিদের সমীক্ষায় নিষেধাজ্ঞা, করা যাবে না মামলাও

এখন থেকে ভারতের মসজিদ ও মন্দিরসহ সব উপাসনালয়ে আর জরিপ করা যাবে না। তাছাড়া ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত কোনো মামলাও করা যাবে না। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের উপাসনালয় আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দেন।

শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৯ জন। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৮৩০ ছাড়ালো।

মার্কিন ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলায় ইউক্রেনকে নিন্দা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেওয়া হয়।

সিরিয়ায় ভবিষৎ ভূমিকা নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের আলোচনা

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

সিরিয়ার অর্থনৈতিক সংকট ও করণীয়

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন প্রশাসনের চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক সংকট মোকাবিলা। দেশটিতে গৃহযুদ্ধ শুরুর আগে থেকেই দুর্বল ছিল অর্থনীতি। এরপর দীর্ঘ সংঘাতের কারণে সংকট আরও গভীর হয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে।

সিরিয়ার কোন অংশ কাদের নিয়ন্ত্রণে?

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন হলেও একক কোনো গোষ্ঠীর হাতে দেশটির নিয়ন্ত্রণ নেই। প্রধান তিনটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে মূলত সিরিয়ার নিয়ন্ত্রণ রয়েছে। যারা বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে।

এমএসএম/এএসএম

Read Entire Article