বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন/ ইসরায়েলের দাবি সত্য নয়, ইরান পরমাণু অস্ত্রের কাছাকাছি ছিল না
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিল, এটি থামাতেই তারা হামলা চালিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, ইরান এখনো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত তিন বছর দূরে।
গোয়েন্দা মূল্যায়নের ‘ধার ধারেন না’ ট্রাম্প, নেতানিয়াহুতেই আস্থা
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প স্পষ্ট বলেছেন, ‘তিনি বিশ্বাস করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ তার এই বক্তব্য গ্যাবার্ডের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত।
শুধু রাতে নয়, দিনেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান
এবার শুধু রাতে নয়, দিনের বেলায়ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) সকালেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙেছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইরানি হামলায় মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে মানসিক বিপর্যয়ের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলজুড়ে ট্রমা সহায়তা কেন্দ্রে কল বেড়েছে প্রায় ৩৫০ শতাংশ।
বিশ্লেষকদের মত/ ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল
ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে। ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের দ্রুত পুনর্গঠনের সক্ষমতাই প্রমাণ করছে। এসব কথা বলেছেন মার্কিন থিংক ট্যাংক কোয়িন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিটা পারসি।
৮৬ বছর বয়সী খামেনির উত্তরসূরি কে?
ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ক্রমেই একা হয়ে পড়ছেন। সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের নিহত হওয়ার পর তার সিদ্ধান্ত গ্রহণের অভ্যন্তরীণ বলয় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের হামলার মধ্যেও গাজায় আরও ৪৫ জনকে হত্যা করলো ইসরায়েল
গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে ৪৫ জন নিহত হয়েছেন। বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এয়ার ইন্ডিয়ার ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানগুলোর ওপর নজরদারি বাড়ায় মঙ্গলবার ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এছাড়া, এআই ৩১৫ (হংকং-দিল্লি) ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে পাইলট হংকংয়ে ফিরে আসেন। একইদিনে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট কলকাতায় যাত্রাবিরতিতে সমস্যায় পড়লে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে চীন
জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে চীন। ফলে দেশটিকে সামনের মাসগুলোতে তুলনামূলক কম পরিমাণে তেল আমদানি করলেও হবে। ইরান ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন বাড়ছে তখন এ ধরনের খবর সামনে এলো।
তিন ভারতীয় নাগরিককে ভুল করে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
ভারতীয় নাগরিকত্বের প্রমান থাকা সত্ত্বেও তিনজনকে বাংলাদেশে পুশ ইন-এর অভিযোগ উঠলো বিএসএফের বিরুদ্ধে। ওই তিনজন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। তারা মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতো। তাদের সবার ঠাঁই হয়েছে বাংলাদেশের জিরো পয়েন্টের মাঠে।
কেএএ/জিকেএস