বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক
বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের কমনওয়েলথ সম্পর্কিত অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) প্রকাশিত প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন লেবার পার্টির সংসদ সদস্য রূপা হক। প্রতিবেদনটি ‘একপাক্ষিক’ এবং এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন তিনি।
মার্শা বার্নিকাটসহ ৩ জ্যেষ্ঠ কূটনীতিকের পদত্যাগ চান ট্রাম্পের সহযোগীরা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দেশটির তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন। বার্নিকাট ছাড়া বাকি দুজন হলেন ডেরেক হোগান ও এলেইনা টেপলিটজ। তারা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কর্মসংস্থান এবং সমন্বয় তদারকির দায়িত্বপালন করছেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম দিন যে ৩ বিষয়ে নজর থাকবে এশিয়ার
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি। নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার বলেছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় জড়িত দাঙ্গাবাজদের ক্ষমা করা এবং বাইডেন প্রশাসনের ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের সুরক্ষা প্রদানকারী নিয়ম বাতিল।
ট্রাম্পের অভিষেকে বরফের বাগড়া, অনুষ্ঠান হবে ইনডোরে
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি তার শপথ অনুষ্ঠান। এতে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।
উত্তর আটলান্টিকে নৌকাডুবে অর্ধশত অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
উত্তর আটলান্টিক সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকায় করে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তারা। অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওয়াকিং বর্ডারস এ তথ্য জানিয়েছে।
ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা
ইরানে বন্দুকহামলায় সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানের ট্রাইব্যুনাল ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত হামলাকারীও আত্মহত্যা করেন।
বিশ্ববাজারে পাম ও জ্বালানি তেলের দাম কমেছে
বিশ্ব বাজারে পাম অয়েলের দাম কমতে শুরু করেছে। এর কারণ হলো সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। ফলে খারাপ আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন কমা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছিল তাতে স্বস্তি ফিরবে।
আর জি করে ধর্ষণ-হত্যা/ স্থানীয় আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়
বহুল আলোচিত কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন।
বিশেষজ্ঞদের দাবি/ লস অ্যাঞ্জেলেসে দাবানলের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল
ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। এতে গত ১৬ জানুয়ারি পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভয়ংকর এই আগুনের কারণে শহরটির বিভিন্ন এলাকা যেন যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে।
কিয়েভে রাতভর রাশিয়ার হামলায় নিহত ৪
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে চারজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেএএ/এএসএম