সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ নভেম্বর ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত ট্রাম্পের মাদকপাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন। যে কারণে ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বন্ধ করলো ইরান চাকরির প্রলোভনে মানবপাচার, মুক্তিপণ আদায় ও জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় ভারতীয় নাগরিকদের দেওয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা স্থগিত করেছে ইরান। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ইরানে প্রবেশ বা ট্রানজিট উভয় ক্ষেত্রেই ভারতীয়দের আগাম ভিসা নিতে হবে। অতিরিক্ত শুল্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে ভ
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত ট্রাম্পের
মাদকপাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।
সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন।
যে কারণে ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বন্ধ করলো ইরান
চাকরির প্রলোভনে মানবপাচার, মুক্তিপণ আদায় ও জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় ভারতীয় নাগরিকদের দেওয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা স্থগিত করেছে ইরান। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ইরানে প্রবেশ বা ট্রানজিট উভয় ক্ষেত্রেই ভারতীয়দের আগাম ভিসা নিতে হবে।
অতিরিক্ত শুল্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তপ্ত সম্পর্ক ও উচ্চ শুল্কের মধ্যেই দেশটিতে ভারতের পণ্য রপ্তানি পাঁচ মাস পর প্রথমবারের মতো বৃদ্ধি পেয়েছে। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি আগের মাসের তুলনায় ১৪.৫ শতাংশ বেড়েছে।
হাসিনাকে যেসব কারণে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত
ঢাকার ফুটবল মাঠে অনুশীলনের মাঝখানে খবরটি শুনে থমকে গিয়েছিলেন শিমা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী এই শিক্ষার্থীকে তার এক বন্ধু জানায়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ক্লাউডফ্লেয়ার ডাউন, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইটে সমস্যা
ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার নির্দেশ দেওয়া উচিত: ইসরায়েলি মন্ত্রী
জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে আগায়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও উগ্রপন্থি ইহুদি নেতা ইতামার বেন গভির।
পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ
ইসলামাবাদে ২৭তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যৌথ বিরোধী জোট তেহরিক তাহাফ্ফুজ-এ-আইন পাকিস্তান (টিটিএপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) পার্লামেন্ট হাউজ থেকে শুরু হওয়া মিছিল সুপ্রিম কোর্টের সামনে গিয়ে শেষ হয়।
এআই অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক সতর্কবার্তায় বলেছেন, মানুষ যেন এআই টুলের কথাকে অন্ধভাবে বিশ্বাস না করে।
এমএসএম
What's Your Reaction?