বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা
মধ্যপ্রাচ্যে ইসরায়েলে ফিলিস্তিন যুদ্ধবিরতির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘অর্থহীন বৈঠক’ চান না। এ মন্তব্যের পর তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
হামাসকে ২ মিনিটেই ধ্বংস করা যায়: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ‘সহিংস গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের দুই মিনিটেই ধ্বংস করা যায়। তবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে একটি সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
গাজা ইস্যুতে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
গাজা ইস্যুতে মতবিরোধের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) গাজা যুদ্ধকালীন নীতিগত মতবিরোধের জেরে তাচি হানেগবিকে পদচ্যুত করার তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনে এতিমদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করলো ইসরায়েল
পশ্চিম তীরের হেবরন শহরে এতিম শিশুদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামিক চ্যারিটেবল সোসাইটি নামের দাতব্য সংস্থাটির অফিসের সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এবারের ডিভি লটারিতে কি বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য কিছুটা হতাশার খবরই বটে! ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আবেদন প্রক্রিয়া থেকেও বাংলাদেশকে বাদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থাৎ, বিগত কয়েক বছরের মতো এবারও ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে কারা আবেদন করতে পারবেন?
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি প্রোগ্রামের আওতায় প্রতি বছর দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান হাজার হাজার বিদেশি নাগরিক। নির্দিষ্ট দেশের বাসিন্দা হওয়া এবং যথাযথ যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলেই আবেদন করা যায় ডিভি প্রোগ্রামে।
দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার
কেরালার সবরিমালা মন্দির সফরকালে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার। মঙ্গলবার (২১ অক্টোবর) কেরালার প্রমাদম এলাকায় কংক্রিটের তৈরি নতুন একটি হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের সময় হেলিপ্যাডের কিছু অংশ হঠাৎ দেবে যায়। তবে এতে প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি।
আয়ারল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডাবলিনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক অভিবাসনপ্রার্থীকে গ্রেফতার করার পর এই সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীরা বোতল ও আতশবাজি নিক্ষেপ করে পুলিশের দিকে আক্রমণ চালিয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।
জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা
জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পেরু। এর জেরে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি। সাম্প্রতিক বিক্ষোভ ও ক্রমবর্ধমান অপরাধ দমনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে: ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
কেএএ/এমএস

1 day ago
8









English (US) ·