সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ নভেম্বর ২০২৪

2 months ago 29

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িবহরে হামলা, নিহত ৪১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। হামলায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এর ফলে সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।

পশ্চিমা দেশগুলোতে হামলার ইঙ্গিত পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধটি এখন ‘বৈশ্বিক’ যুদ্ধে রূপ নিচ্ছে। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইউক্রেনে নতুন প্রজন্মের একটি মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পরীক্ষামূলক হামলার পর এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ব্রাত্য বাংলাদেশ

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর থেকে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে থাকবে দেশ-বিদেশের বাছাই করা বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র, যেমনটা প্রতি বছরই হয়। বাংলাদেশি চলচ্চিত্রগুলো টানা কয়েক বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করলেও এবারের উৎসবে থাকছে না দেশটির কোনো ছবি। এর ফলে ভারাক্রান্ত কলকাতার সিনেপ্রেমী বাঙালি।

আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মমতা

পশ্চিমবঙ্গের শীত একদম দোরগোড়ায়। জাঁকিয়ে শীত পড়ার আগেই রাজ্যের বিভিন্ন বাজারে শাঁক-সবজির দর উর্ধ্বমুখী। বেড়েছে আলু-পেঁয়াজের দামও। এ নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এসব পণ্যের দামে রাশ টানতে ময়দানে নামলেন তিনি।

এক সপ্তাহে তৃতীয় মাদককারবারির মৃত্যুদণ্ড কার্যকর করলো সিঙ্গাপুর

মাদককারবারির জন্য অভিযুক্ত আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। এ নিয়ে এক সপ্তাহে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকার করলো দেশটি। যদিও জাতিসংঘের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকর না করতে।

পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা ইরানের

আন্তর্জাতিক অটোমিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে। এতে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে তেহরান অসহযোগিতা করছে। এর প্রতিক্রিয়ায় ইরান নতুন ও অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্বক্রিয় করার ঘোষণা দিয়েছে।

নৌকার সঙ্গে সাবমেরিনের ধাক্কা, দুই জেলে নিখোঁজ

মাছ ধরার একটি নৌকার সঙ্গে ভারতের নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। গোয়া উপকূলের কাছে ঘটনাটি ঘটেছে।

মারাত্মক বায়ুদূষণের সঙ্গে তাপমাত্রাও কমছে দিল্লির

ঘন ধোঁয়াশায় ঢাকা দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। তার সঙ্গে তাপমাত্রাও নামতে শুরু করেছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে ধোঁয়াশার সঙ্গে শীতের কামড়ও শুরু হয়ে গেছে ভারতের রাজধানীতে।

যে প্রক্রিয়ায় চলতে পারে আদানির বিচার কার্যক্রম

ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে বুধবার ঘুস ও জালিয়াতির অভিযোগ এনেছেন মার্কিন প্রসিকিউটরেরা। ফলে তাকে এখন দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

এমএসএম/এএসএম

Read Entire Article