বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৫৮ জন ও আহত হয়েছেন আরও ৮৪ জন। রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হামলা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনী এক বছরের বেশি সময়ে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা এবং পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৮২০ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
কলকাতায় জেল থেকে ছাড়া পেলেন পি কে হালদার
কলকাতার আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ কারামুক্ত হন তিনি।
ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলমান, মহারাষ্ট্রে গ্রেফতার ৮
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের ও কোনগাঁও এলাকা থেকে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।
দিল্লির সামরিক এলাকায় মিললো ৮ বছরের শিশুর মরদেহ, ধর্ষণের অভিযোগ পরিবারের
দিল্লির শংকর বিহার সামরিক এলাকায় আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত ভবনের রডে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
খালের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের হুমকি, কড়া প্রতিক্রিয়া পানামার
পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেছেন, পানামা খাল এবং এর পার্শ্ববর্তী এলাকার প্রতিটি বর্গমিটার পানামার অন্তর্ভুক্ত ছিল এবং থাকবে।
হাসপাতালে বিল ক্লিনটন
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে তার ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঙ্গেল উরেনা বলেন, পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার সন্ধ্যায় বিল ক্লিনটনকে (৭৮) ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাইন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরে দেখা ২০২৪/ বছরজুড়ে আলোচনায় ছিল যুক্তরাজ্যে অভিবাসন
২০২৪ সালে বছরজুড়ে আলোচনায় ছিল যুক্তরাজ্যের অভিবাসন ইস্যু। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোটো নৌকায় আসা অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া সম্ভব হয়নি। এ বছরের জুলাইয়ে বিশাল বিজয় নিয়ে দেশটিতে ক্ষমতায় বসে লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর থেকেই অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে অগ্রাধিকার দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২
তুরস্কে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চারজন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুড়োদের দেশ হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়াকে বর্তমানে বলা হচ্ছে অতি-বয়স্ক একটি দেশ। এর কারণ, সেখানে মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং আশঙ্কাজনক হারে কমে আসা জন্মহার এই পরিস্থিতির জন্য দায়ী।
কেএএ/এএসএম