সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪

1 month ago 23

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের

বিদেশে গিয়ে ঘুরতে বের হলে প্রায় সবাই-ই পাসপোর্ট সঙ্গে রাখেন। তবে রাতের বেলা অনেকেই পাসপোর্টসহ নথিপত্র হোটেলে বা আবাসস্থলে রেখেই বাইরে বের হয়ে যান। আর কলকাতায় পাসপোর্ট সঙ্গে না রেখে এভাবে ঘুরে বেড়ানোর সময় হয়রানির শিকার হচ্ছেন বহু বাংলাদেশি নাগরিক। এমনকি, তাদের কাছে পাসপোর্ট না পেলে সুযোগের সদ্ব্যবহার করছেন পুলিশের কতিপয় সদস্য। হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।

যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা

ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা করেছেন। এর আগে হিন্ডেনবার্গ বিতর্কের সময়ও সুপ্রিম কোর্টে আদানির বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখছে শ্রীলঙ্কাও

বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কা। আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলো দ্বীপরাষ্ট্রের নবনির্বাচিত বাম সরকার। শ্রীলঙ্কার আগের সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কার নবগঠিত মন্ত্রিসভা। এমনটাই জানিয়েছেন সে দেশের সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাক্রমসিঙ্ঘে।

আদানির ডলার বন্ড মূল্য কমে এক বছরে মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ঘুসকাণ্ডের অভিযোগের পর বিপাকে পড়েছে ভারতের আদানি গ্রুপ। যার মালিক গৌতম আদানি। শেয়ারবাজারে বড় ধসের পর এবার আদানির ডলার বন্ডের মূল্য কমে এক বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। মূলত ঘুসকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বিনিয়োগকারীরা। অন্যদিকে ব্যাংকগুলো নতুন করে ঋণ বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে।

মাঠ ছাড়তে নারাজ ইমরান সমর্থকরা, পাকিস্তানে চরম উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পাকিস্তানে চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার (২৪ নভেম্বর) দলটির নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে। তবে সরকারি বাধায় তা থমকে যায়। তাই আজ (২৫ নভেম্বর) ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করবে তারা।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল। রোববার (২৪ নভেম্বর) রাতে উচ্চপর্যায়ের বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান। এরই মধ্যে ইসরায়েলের সিদ্ধান্ত লেবাননকে জানানো হয়েছে।

সামান্য কমলেও জ্বালানি তেলের দাম এখনো দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

এমন পরিস্থিতির অন্যতম কারণ হলো বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ও ইরানের সঙ্গে পশ্চিমাদেশগুলোর উত্তেজনা। এতে ঝুঁকি বাড়ছে তেলের সরবরাহ নিয়ে। সোমবার (২৫ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ৭৪ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে ৭০ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

হিজবুল্লাহর ১২টি সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে, তারা লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর ১২টি সামরিক সদরদপ্তরে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর এবং এর মিসাইল ইউনিটসহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলে ৩৪০ মিসাইল-ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। এছাড়া বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

এসএএইচ/এএসএম

Read Entire Article