সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ মে ২০২৫

3 months ago 9

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যের মোকওয়া শহরে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। এতে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। প্রতি বছরই প্রাণঘাতী ঝড় ও দুর্যোগে আক্রান্ত হয় দেশটি।

কাশ্মীর ইস্যু নিয়ে থামছে না ভারত-পাকিস্তানের কথার লড়াই

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুই দেশের মধ্যে বাকযুদ্ধ এখনো চলছে।

ভারতের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ

চলতি বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। শুক্রবার (৩০ মে) দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। বিশ্বে অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় থাকলেও এটি ভারতের সাম্প্রতিক ইতিহাসের তুলনায় কিছুটা মন্থর।

রঙে আঁকা ভবিষ্যদ্বাণী: কল্পনার ভূকম্পে বাস্তবিক আতঙ্ক

কাল্পনিক হলেও জাপানের একটি জনপ্রিয় মাঙ্গায় (জাপানি ভাষায় তৈরি গ্রাফিক উপন্যাস বা কমিক বই) ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। দেশটির পর্যটন শিল্পেও এর বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে এশীয় কয়েকটি দেশ– দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকং থেকে জাপান ভ্রমণের ফ্লাইট বুকিংয়ের হার আশঙ্কাজনকভাবে কমেছে। ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান এমন খবর প্রকাশ করেছে।

পাকিস্তানে ঝড়-ভারী বৃষ্টিতে ৩২ জনের মৃত্যু

পাকিস্তানে ঝড় ও ভারী বৃষ্টির কারণে এক সপ্তাহে অন্তত ৩২ জন নিহত ও ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজই ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের বিশেষ সরকারি কর্মকর্তার পদ থেকে সরে যাচ্ছেন শুক্রবার (৩০ মে)। এ উপলক্ষে স্থানীয় সময় দুপুর দেড়টায় হোয়াইট হাউজের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

‘ভারতে ফিরে যান’, রামাস্বামীর এক্স পোস্টে মার্কিনিদের তোপ

সম্প্রতি স্ত্রী অপূর্বার সঙ্গে দশম বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি আবেগঘন পোস্ট শেয়ার করার পর বর্ণবাদী ও অভিবাসনবিরোধী মন্তব্যে জর্জরিত হয়েছেন আমেরিকান রাজনীতিবিদ ও ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী। এমনকি, পোস্টের নিচে অনেকেই লেখেন- ‘ভারতে ফিরে যাও’, ‘তোমাদের দেশে কি পাহাড় নেই?’ তাছাড়া তাদের গায়ের রঙ নিয়েও কটাক্ষ করেন অনেকে।

পাকিস্তানে সামরিক অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর’ অন্তত ১২ জন সদস্য নিহত হয়েছেন। এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য শাহাদত বরণ করেছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

দক্ষিণ কোরিয়ান নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।

এমএসএম/এএসএম

Read Entire Article