সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৫

3 months ago 8

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় প্রতি ২০ মিনিটে একটি শিশু আহত-নিহত হচ্ছে: জাতিসংঘ
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি সতর্ক করেছে, প্রতিদিনই এই বিপর্যয়ের মাত্রা ভয়াবহ আকার নিচ্ছে।

পশ্চিমবঙ্গে ফুঁসছে তিস্তা, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও
ভুটান ও সিকিমে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। পানির স্তর এরই মধ্যে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার পানি। এর জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। আতঙ্কিত তিস্তাপাড়ের বাসিন্দারা। সতর্কতা জারি করা হয়েছে এসব এলাকায়।

অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘাত তথা ‘অপারেশন সিঁদুর’-এ একাধিক যুদ্ধবিমান হারানোর কথা অবশেষে স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী। দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে। তবে কতগুলো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট করে বলেননি তিনি।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ভারতে গরম কমাতে এসি বাড়ানো দরকার
ভারতের আবহাওয়া অধিদপ্তর মার্চের শেষ দিকে পূর্বাভাস দিয়েছিল, এপ্রিল মাসটি স্বাভাবিকের তুলনায় বেশি গরম হতে পারে। বাস্তবে তা সত্য হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই বড় শহরগুলোর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দ্বিতীয় সপ্তাহে তীব্র গরমে পুড়েছে রাজধানী দিল্লি।

ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক দ্বিগুণের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র বুধবার থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর বর্তমান শুল্ক হার ২৫ শতাংশ থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করবে। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তৃতায় ট্রাম্প বলেন, এই পদক্ষেপ স্থানীয় ইস্পাত শিল্প এবং জাতীয় সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে, একই সঙ্গে তা চীনের ওপর নির্ভরতা কমাবে।

যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে বহিষ্কারের শঙ্কা
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে পাঁচ লাখেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর জন্য চালু থাকা একটি অস্থায়ী মানবিক সুরক্ষা কর্মসূচি বাতিলের অনুমতি দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এসব অভিবাসনপ্রত্যাশী হাইতি, কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিক।

মার্কিন ভিসা নিয়ে উদ্বেগ, বিদেশি শিক্ষার্থীদের হাতে বিকল্প কী?
ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বন্ধের পরিকল্পনা করায় উদ্বেগ ও অনিশ্চয়তায় ভুগছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা।

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাতভর রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় এক পুরুষ এবং ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। খবর এএফপির।

জাপান থেকে ফের সামুদ্রিক খাবার আমদানি করবে চীন
জাপানি সামুদ্রিক খাবার আমদানি পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে জাপান ও চীন। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জাপান বিধ্বস্ত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জমতে থাকা পানি পরিশোধিত এবং পাতলা করে ছেড়ে দিতে শুরু করার পর চীন আমদানি স্থগিত করে।

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প
জাপানে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শনিবার দুপুরে দেশটির হোক্কাইদো অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইদোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল ২০ কিলোমিটার গভীরে।

কেএএ/জেআইএম

Read Entire Article