বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ব্যবসায় মন্দা, বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের। তারা বলছেন, বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। আর তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করা হবে।
বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো
বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। বিশেষ করে, বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলোও।
বিজেপি জমানায় সাম্প্রদায়িক সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে ত্রিপুরা
৬ অক্টোবর, রাত ৯টা। উত্তর ত্রিপুরার কদমতলা বাজারে নিজের স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের দোকানে বসেছিলেন আলফেশানি আহমেদ। এমন সময় হঠাৎ বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি দ্রুত দোকান থেকে বেরিয়ে যান।
চিন্ময়ের গ্রেফতার বেআইনি- এমন কোনো মন্তব্য করেননি তুলসী গ্যাবার্ড
ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে। চিন্ময়কে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে দাবি করা হচ্ছে, তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড।
গাজায় শরণার্থী শিবির-হাসপাতালে হামলায় নিহত আরও প্রায় ৫০
গাজার শরণার্থী শিবির এবং হাসপাতালে হামলার ঘটনায় আরও প্রায় ৫০ জন নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু এবং পাঁচ নারী রয়েছে।
সিরিয়ায় বিদ্রোহীদের দখলে দারা ও সোয়েদা শহর, চাপে আসাদ সরকার
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা এবং সোয়েদা শহরের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। এরই মধ্যে সেসব এলাকা থেকে সরে গেছে সিরীয় সেনাবাহিনী। দারা শহরটির পতন প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বাহিনীর জন্য গত এক সপ্তাহে চতুর্থ কৌশলগত ক্ষতি বলে মনে করা হচ্ছে।
দ. কোরিয়ায় সংসদের বাইরে হাজার হাজার জনতার বিক্ষোভ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে দেশটির সংসদের সামনে হাজার হাজার নাগরিক উপস্থিত হয়ে প্রেসিডেন্টের অপসরণ দাবিতে বিক্ষোভ করছে।
পদত্যাগ না করে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট ইউন
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুরু হয়েছে অভিশংসন প্রক্রিয়াও। তবে এমন পরিস্থিতিতেও তিনি পদত্যাগ না করে ক্ষমা চাইলেন।
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমানবাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়।
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা, নিহত ১২
ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
কেএএ/জেআইএম