সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ জুলাই ২০২৫

2 months ago 9

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্যকর

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক।

পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টা পরেই মিললো সাবেক মন্ত্রীর মরদেহ

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মরদেহ উদ্ধার করেছে তদন্ত কমিটি। সোমবার (৭ জুলাই) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে তার মৃত্যু আত্মঘাতী গুলিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ, ছাড় পেতে আশাবাদী বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক কমানোর আশায় উচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন।

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪, এখনো নিখোঁজ অনেকে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে ১০৪ জন। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪১ জন। মার্কিন অঙ্গরাজ্যটিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলতি বছরে গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য এটি অন্যতম প্রাণঘাতী দিন।

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ২৮

হিমালয়ের একটি উপত্যকায় প্রবল বৃষ্টিপাতে চীন ও নেপাল সীমান্তে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু ও ২৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ট্রাম্পের শুল্ক কমানোকে ‘জয়’ হিসেবে দেখছে কম্বোডিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্বোডিয়ার পণ্যের ওপর ঘোষিত ৪৯ শতাংশ শুল্ক কমিয়ে ৩৬ শতাংশ করেছেন। এই সিদ্ধান্তকে বড় জয় হিসেবে অভিহিত করেছেন কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রধান বাণিজ্য আলোচক সান চানথল।

ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে কয়েকজন আরব গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন ডলার ব্যবহার না করার আহ্বান বলিভিয়ার প্রেসিডেন্টের

বিশ্বজুড়ে দেশগুলোকে আর মার্কিন ডলারের ওপর নির্ভর না করে নিজেদের জাতীয় মুদ্রায় বাণিজ্য করা উচিত বলে মন্তব্য করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

এমএসএম/এএসএম

Read Entire Article