সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় আজহারীর নিন্দা

2 days ago 5

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে। পদ দুটি হলো—সংগীত ও শারীরিক শিক্ষা। ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

৪ সেপ্টেম্বর ২টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিন্দা জানান। এই ঘোষণাকে তিনি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি—সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এ দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে, অযাচিতভাবে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’

সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় আজহারীর নিন্দা

তিনি লিখেছেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জনআকাঙ্ক্ষা পরিপন্থী। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।’

এসইউ/এমএস

Read Entire Article