সংগীতশিল্পী অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘হোক কলরব’

2 hours ago 4

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘হোক কলরব’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী স্বপন চৌধুরী। টাইপোগ্রাফি করেছেন আইয়ুব আল আমিন।

বইটির বিক্রয় মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। রকমারিতে প্রি-অর্ডারে থাকছে ২৫% ছাড়। এরই মধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

একজন শিল্পীকে আলাদা করে তার বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি সব শিল্পের মধ্যেই তার জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। ‘হোক কলরব’ বইটিও তেমনই এক পরোক্ষ বায়োগ্রাফি। যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটাকে কালো গুটি গুটি অক্ষরে ছাপানো হয়েছে।

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, ‘তাকে সবাই গায়ক অর্ণব নামেই চেনেন। সেই গায়কই এবার লেখক হিসেবে হাজির হচ্ছেন সবার সামনে। গায়ক শায়ান চৌধুরী অর্ণবের প্রথম বই আসছে এবারের বইমেলায়। আশা করছি প্রিয় শিল্পীর প্রথম বইটি সংগ্রহ করার সুযোগটি কেউ মিস করবেন না।’

ব্যান্ডের পাশাপাশি একক সংগীতজীবনে অর্ণবের ৬টি অ্যালবাম প্রকাশিত হয়। ২০০৫ সালে প্রথম একক স্টুডিও অ্যালবাম ‘চাইনা ভাবিস’ প্রকাশিত হয়। দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশিত হয় ২০০৬ সালে। তৃতীয় অ্যালবাম ‘ডুব’। চতুর্থ অ্যালবাম ‘রোদ বলেছে হবে’। পঞ্চম অ্যালবাম ‘আধেক ঘুমে’, যেটি রবীন্দ্রসংগীতধর্মী অ্যালবাম। ষষ্ঠ অ্যালবাম ‘খুব ডুব’ ২০১৫ সালে প্রকাশিত হয়। ‘অন্ধ শহর’ প্রকাশিত হয় ২০১৭ সালে।

এসইউ/জিকেএস

Read Entire Article