প্রায় সাড়ে ৪ ঘণ্টার সংঘর্ষ শেষে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান করছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) বেলা সোয়া ১২টা থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিকেল পৌনে চারটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হটিয়ে ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরপুর ১ নম্বরের দিকে চলে গেছে। একই সময়ে পুরো এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনী।
বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর একাধিক সাঁজোয়া যানকে ১০ নম্বর গোলচত্বরে দেখা গেছে। এছাড়া অরিজিনাল ১০ নম্বর, ইনডোর স্টেডিয়ামে সেনা সদস্যদের দেখা গেছে। তবে পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
বিকেল এই এলাকায় কয়েক হাজার আন্দোলনকারীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শ্রেণি পেশার নাগরিককে এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এরপরে স্থানীয় বায়তুল মামুন জামে মসজিদের মাইক থেকে আন্দোলনেকারীদের একজন তাদের দাবি জানান। ওই আন্দোলনকারী বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। আমরা আর পুলিশকে বিশ্বাস করি না। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করেছে।
ওই আন্দোলনকারী বলেন, ছাত্রদের বাসায় কোনো রকম রেইড দেওয়া যাবে না। তাদের হয়রানি করা যাবে না। আমরা আমাদের ১ দফা দাবি নিয়ে আগামীকাল সকাল ১১টায় আবার ১০ নম্বরে আসবো।
এসএম/এসএইচএস/এএসএম