সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের

1 month ago 18

কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। পাশাপাশি নিহতদের মরদেহ কলেজে নাকি কোনো হাসপাতালে, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলেনি কলেজ কর্তৃপক্ষ। তাছাড়া শতাধিক শিক্ষার্থী আহত। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি কলেজটির।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কলেজের পক্ষ ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের সই করা এক বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তাতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে দাবি করা হয়।

ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর জাগো নিউজকে বিজ্ঞপ্তি ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এএএইচ/জেএইচ/জিকেএস

Read Entire Article