সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর দালালদের হামলা

3 months ago 15

শরীয়তপুর সদর হাসপাতালে দালাল সিন্ডিকেটের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হামলার শিকার হয়েছেন সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালের সামনে এ হামলা চালায় দালালরা।

জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের দালালদের দৌরাত্ম্য নিয়ে গত ৮ মে সমকাল পত্রিকায় ‘সহকারীরাই রোগী ভাগান ক্লিনিকে’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক সুজন নানা ধরনের হুমকি ও চাপের মুখে পড়েন। এ হামলা মূলত সেই প্রতিবেদন লেখার প্রতিবাদেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল এ হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেন।

ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, আজ সকাল ১১টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিসে আমার মিটিং ছিল। আমি সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের সামনে গেলে, শরীয়তপুর সদর হাসপাতালের সামনে পাঁচ থেকে ছয়জন নারী দালালকে দেখা যায়। তারা কিছু রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিম্নমানের ক্লিনিকে নিয়ে যাচ্ছে। তখন আমি তাদের ভিডিও করতে গেলে তারা আমার মোবাইল ছিনিয়ে নিয়ে আমাকে হেনস্তা করে এবং আমাকে ধরে তাদের ক্লিনিকে নিয়ে যেতে চায়। পরে লোকজন জড়ো হলে তারা চলে যায়।

শরীয়তপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, শরীয়তপুর সদর হাসপাতাল থেকে আমরা দালালদের একটি লিস্ট পেয়েছি। সেখানে আমরা জানতে পেরেছি, শরীয়তপুর সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে, তাদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে ক্লিনিকে ভর্তি করার জন্য প্রলুব্ধ ও বাধ্য করে। 

তিনি আরও বলেন, আমরা যেহেতু তালিকা পেয়েছি, সে তালিকার অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যাতে তারা কোনোভাবেই এ বেআইনি কাজে সঙ্গে জড়িত থাকতে না পারে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আমাদের থেকে সহযোগিতা চায় ও মামলা দেয়, আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করব।

Read Entire Article