সংবাদ সম্মেলনে যে কারণে কাঁদলেন স্কালোনি

1 day ago 10
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সবসময় শান্ত ও দৃঢ় মনের মানুষ হিসেবে পরিচিত। কিন্তু আর্জেন্টিনায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বুধবারের সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন এক ছবি। লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন আলোচনার এক পর্যায়ে চোখের পানি আটকে রাখতে পারলেন না বিশ্বকাপজয়ী এই কোচ। বুয়েনস আইরেসে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে আবেগে ভেসে যান। তা দেখে স্কালোনি থামিয়ে জিজ্ঞেস করেন— “সে কি কাঁদছে? সে কি আবেগাপ্লুত?”। উপস্থিত সবার হাসির মাঝেই সাংবাদিক জবাব দেন, ‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ দিয়েছেন।’ সেই কথার পর মুহূর্তেই আবেগে ভেঙে পড়েন স্কালোনি, চোখ মুছে ফেলতে থাকেন বারবার। এমন আবেগঘন পরিবেশে কোচ বলেন, ‘লিও মেসি যখন ড্রেসিংরুমে প্রবেশ করে, যে পরিবেশ সৃষ্টি হয় তা বর্ণনা করা যায় না। তার সঙ্গে খেলতে পারা, তাকে বল দেওয়ার সুযোগ পাওয়া আমার জীবনের সৌভাগ্যের বিষয়। এরপর আবার কোচ হিসেবে তার সঙ্গে বিশ্বকাপ জেতা, এটি সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে কতটা মহামূল্যবান।’ আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করছেন, এটি হতে পারে আর্জেন্টিনায় তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে স্কালোনি আশার সুরে বলেন, ‘এটা সম্ভবত তার শেষ ম্যাচ হবে না। যদি সত্যিই শেষ হয়, তবে আমরা তাকে আরেকটি ম্যাচ খেলতে বাধ্য করব। আমরা সঠিক সময় খুঁজে বের করব।’ নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন আর্জেন্টাইন কোচ। জানালেন, চুক্তি রয়েছে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত, তবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে সময় কাটাতে তিনি স্বস্তিবোধ করছেন। তার ভাষায়, ‘আমি ভালো আছি, স্বচ্ছন্দে আছি। এখনই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় নয়।’ আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, স্কালোনির এই কান্না শুধু সাংবাদিকদের নয়, উপস্থিত সবার মনে ছুঁয়ে গেছে। মেসির প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে যে আবেগে ভেসেছেন, সেটিই যেন আজকের দিনে আর্জেন্টিনা ফুটবলের আসল প্রতিচ্ছবি। ‍
Read Entire Article