সংবাদকর্মী নয়ন হাসান আর নেই

3 months ago 47
দৈনিক আমাদের সময় পত্রিকার দিনাজপুরের বিরামপুর প্রতিনিধি নয়ন হাসান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। বুধবার (২১ নভেম্বর) রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।  নয়ন হাসানের বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ডোমাবাঘায় বাদ জোহর দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সাংবাদিক নয়ন হাসানের মৃত্যুতে নবাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে সভাপতি ও সম্পাদক গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Read Entire Article