সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই : গয়েশ্বর

2 months ago 8

সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (০৫ জুলাই) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি। যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারিনি, তাদের বলব, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি, আমরা দেখাব না। একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন। এ প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে আছি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুটো দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নেই। মাঝেমধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে, এটা-সেটা এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু গোপনে আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে। এ সময় মাদক ও অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করার কথাও জানান গয়েশ্বর।

কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ উপজেলা বিএনপির উদ্যোগে ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন’- এর দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেয়।

সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এ নির্বাচন আর দাবি নয়, এটা এখন আমাদের আদায় করে নিতে হবে। এটা নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না।

কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আগামী নির্বাচনে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

Read Entire Article