সংসদ নির্বাচনের তপশিল সংশোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিতে করা হয়েছে।  সংশোধিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫-১১ জানুয়ারির পরিবর্তে এখন আপিল করা যাবে ৫-৯ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২-১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধিত তপশিল অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে ১০-১৮ জানুয়ারির মধ্যে।  ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫ অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন আয়োজন করা প্রয়োজন। সে অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন করে সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচনের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ন

সংসদ নির্বাচনের তপশিল সংশোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিতে করা হয়েছে। 

সংশোধিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫-১১ জানুয়ারির পরিবর্তে এখন আপিল করা যাবে ৫-৯ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২-১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধিত তপশিল অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে ১০-১৮ জানুয়ারির মধ্যে। 

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫ অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন আয়োজন করা প্রয়োজন। সে অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন করে সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচনের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর, সোমবার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি, রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি, সোমবার থেকে ৯ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত।

এতে আরও বলা হয়, আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি, শনিবার থেকে ১৮ জানুয়ারি, রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি, বুধবার। সবশেষে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow