‘সংস্কার ছাড়া আওয়ামী স্টাইলে নির্বাচনের পরিকল্পনা করছে অনেকে’

3 months ago 49

অনেকেই সংস্কার ছাড়া আওয়ামী স্টাইলে নির্বাচনের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রীতি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম খান বলেন, আমরা বলেছিলাম অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন। তাহলে এত মানুষের জীবন দেওয়ার কী প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, মানুষ জীবন ও রক্ত দিয়েছে সুস্থ রাজনীতির জন্য। সুস্থ রাজনীতির জন্য অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা রাজা হবো না, মানুষকে প্রজা বানাবো না। আমরা হবো বাংলাদেশের মানুষের সেবক, খেদমত করাই আমাদের কাজ। রাষ্ট্র পরিচালনায় আমরা ইসলামকে বসাবো, আমরা বসবো না। আমাদের এক নম্বর অগ্রাধিকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,
জামায়াতের জামালপুর জেলা আমির আব্দুস সাত্তার, নাটোরের জেলা আমির মীর নূরুল ইসলাম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় বিদেশবিষয়ক সম্পাদক আহসান হাবীব ইমরোজ।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস

Read Entire Article