সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না : লায়ন ফারুক

2 weeks ago 20

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, সংস্কারের নামে যেকোনো ধরনের সময়ক্ষেপন এ দেশের জনগণ মানবে না। বিগত ১৫ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত এসব জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাই এই সরকারকে বলবো, অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে।   

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

লায়ন মো. ফারুক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর শেখ হাসিনা ও তার দোসররা ভারতে পালিয়ে গেছে।  দেশকে অস্থিতিশীল করতে সেখানে বসে তারা বাংলাদেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। এছাড়া পতিত ফ্যাসিবাদের এ দেশীয় দোসররাও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। 

তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে; এ দেশের মানুষ, ছাত্র-জনতা যে নতুন স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন থেকে আমরা বিচ্যুত হব  না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।

১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে; সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়ন হবে। 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও  বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
 

Read Entire Article