সচিবালয়ে অগ্নিকাণ্ড: গোয়েন্দা তথ্য থাকলে সরকার বসে থাকতো না

14 hours ago 18

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য থাকলে সরকার ব্যবস্থা নিত বলে অভিমত ব্যক্ত করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 গোয়েন্দা তথ্য থাকলে সরকার বসে থাকতো না

অগ্নিকাণ্ডের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না এমন এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ব্যাপারে পর্যাপ্ত বা অপর্যাপ্ত তথ্য থাকলে সরকার ব্যবস্থা নিত। তথ্যের প্রবাহটা ঠিক আছে কি না সেটাও তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখতে হবে। কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না।

এমআইএইচএস/জেআইএম

Read Entire Article