সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

1 day ago 7

বলিউডের আলোচিত পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এফআইআরে। শুধু বনশালি নন, অভিযোগে জড়ানো হয়েছে তার প্রোডাকশন টিমের আরও দুই সদস্যকেও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর এই অভিযোগ তুলেছেন। তার দাবি, বনশালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য তাকে লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং এ নিয়ে লিখিত চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু হঠাৎ করেই সেই চুক্তি বাতিল করে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

প্রতীকের অভিযোগ, কাজের বিনিময়ে প্রাপ্য টাকাও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সরাসরি দেখা করতে গেলে বনশালির টিম তাকে প্রবেশাধিকার না দিয়ে উল্টে খারাপ ব্যবহার করে। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান।

এদিকে, ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আগে থেকেই তুঙ্গে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর পর ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের সঙ্গে থাকছেন ভিকি কৌশলও। আবারও আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন ঘিরে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সেই আবহে বনশালিকে ঘিরে প্রতারণার অভিযোগ বিনোদন জগতে চাঞ্চল্য তৈরি করেছে।

যদিও অভিযোগ নিয়ে বনশালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Read Entire Article