নুরের সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়ার তথ্য জানালেন রাশেদ

2 days ago 16

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নুরুল হক নুর। তার নাক দিয়ে রক্ত পড়ছে। নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হা-ও করতে পারছেন না।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে তিনি এসব কথা বলেন।

নুরের সবশেষ অবস্থা জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নুরের শারীরিক অবস্থা এখনো আগের মতোই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তিনি (নুরুল হক) এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি।’

Read Entire Article