সন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

2 months ago 37
চট্টগ্রামের সন্দ্বীপে রিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৫টায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজ ও সুশীল সমাজের নেতারা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তারা রিফাত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি তোলেন। হত্যার শিকার রিফাতের পিতা জামশেদ  বলেন, ‘আমার ছেলেকে যেভাবে বাড়ির কাছ থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এ হত্যা মামলায় সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজু, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরাসরি জড়িত। তারা হামলার নেতৃত্ব দিয়েছে। আমি এ হত্যাকারীদের ফাঁসি চাই।’  মানববন্ধনে উপস্থিত ছিলেন  স্থানীয় সমাজকর্মী , শিক্ষক , ব্যবসায়ীসহ স্থানীয় সহস্রাধিক এলাকাবাসী।   এ সময়  বক্তারা বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নয়, বরং নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই।’ প্রয়াত রিফাত এর বড় ভাই রিয়াদ উর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দীন কবির, রিফাতের পিতা সাবেক ইউপি সদস্য জামসেদ মেম্বার, ষোলশহর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন, পল্লী চিকিৎসক সজল কান্তি নাথ, ছাত্র নেতা আবু ছায়েদ, মোহাম্মদ আলাউদ্দিনসহ অনেকেই।  উল্লেখ্য, গত ১৯ মে রাজনৈতিক বিরোধের  জেরে রিফাতকে অপহরণ করে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ২০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ মে সন্দ্বীপ থানায় বিএনপি নেতাসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
Read Entire Article