সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের যারা থাকছেন

9 hours ago 3

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন:
জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ থাকবেন। তবে হামিদুর রহমান আজাদ কক্সবজার থেকে রওয়ানা হয়েছেন। তিনি পৌঁছাতে না পারলে ৪ জন নেতা যাবেন।

আরএএস/এসএনআর/এএসএম

Read Entire Article