সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

3 hours ago 2

ভারতীয় ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। ভারতের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টেস্টে রোহিত শর্মার অবসরের পর নেতৃত্বের ভার কাঁধে নেন তিনি। এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই, যাতে ২০২৭ বিশ্বকাপের আগেই একটি স্থিতিশীল নেতৃত্ব কাঠামো তৈরি হয়। ইতোমধ্যেই তিনি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক এবং ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের আস্থাভাজন।

ইংল্যান্ড সফরেই নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছেন গিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করার পথে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি—মাত্রাতিরিক্ত ৭৫৪ রান, যার মধ্যে ছিল এজবাস্টনে ডাবল সেঞ্চুরি। এই পারফরম্যান্সই তাকে নেতৃত্বের আসনে বসিয়েছে আরও দৃঢ়ভাবে।

প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন, শুভমানকে সব ফরম্যাটের অধিনায়ক করলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ স্থিতিশীল করবে। তার মতে, একাধিক ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক না রেখে একটি ধারাবাহিক নেতৃত্ব দল ও কোচিং স্টাফদের কাজকে সহজ করবে।

তিনি বলেন— ‘কোনো দলেই তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকে না। ধারাবাহিক নেতৃত্ব খুব জরুরি। বিসিসিআই এখন যে পরিকল্পনা নিচ্ছে তা সঠিক—কারণ এতে স্থিতি আসবে, বিশেষ করে বদলের এই সময়ে। শুভমান সেই দায়িত্ব নেওয়ার মতো ব্যাটিং ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই দেখিয়েছে।’

তবে পাঠানের মতে, বিসিসিআইকে এখনই পরিষ্কার বার্তা দিতে হবে খেলোয়াড়দের, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। ‘প্রত্যেক খেলোয়াড়ের জানা দরকার, এই দলের ট্রেনের চালক কে। শুভমানের অধিনায়কত্ব সময়ের সঙ্গে আরও ভালো হবে। সে ব্যাট হাতে প্রমাণ করেছে, এবার নেতৃত্বে অভিজ্ঞতা বাড়ানোর পালা।’

একই সঙ্গে তিনি জানান, নির্বাচকরা গিলকে আশ্বস্ত করেছেন যে টেস্ট ব্যস্ততা শেষ হলেই আবার নিয়মিত দেখা যাবে তাকে টি-টোয়েন্টিতেও। ‘সে ওয়ানডেতে দুর্দান্ত করছে, ভাইস-ক্যাপ্টেনও বটে। টি-টোয়েন্টি থেকেও তাকে সরানো হয়নি, শুধু টেস্টের জন্য জায়গা করে দেওয়া হয়েছিল। নির্বাচকরা স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’

Read Entire Article