সব বিভাগের অংশগ্রহণে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

3 days ago 4

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী মেলা। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৫ ও ২৬ নভেম্বর ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে এটি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রদর্শনীর উদ্বোধন করেন।

দুই দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও একটি ইনস্টিটিউট তাদের উল্লেখযোগ্য উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরে।

মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা দুই শতাধিক বই, ৮০টি বিশেষ জার্নাল ও শতাধিক গবেষণাপত্র প্রদর্শন ও উপস্থাপন করা হয়। প্রকৌশল বিভাগগুলো ২৫টি গবেষণা প্রকল্প প্রদর্শন করে।

সব বিভাগের অংশগ্রহণে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ইলেক্ট্রক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. হুমায়ুন কবির বলেন, প্রদর্শনীতে বিভাগের গবেষণা প্রবন্ধসহ শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও গবেষণামূলক প্রকল্পগুলো প্রদর্শন করেছেন। এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের পঠিত তত্ত্বীয় বিষয়ের ব্যবহারিক প্রয়োগের জ্ঞানকে সমৃদ্ধ করে। এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষা ও গবেষণা প্রদর্শনী মেলা এবারের ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবছরই এই মেলা হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের দিবসে আমরা প্রতিজ্ঞা করবো, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নই হবে আমাদের একমাত্র স্বার্থ।

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

Read Entire Article