সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

2 weeks ago 10

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী ‘সবচেয়ে সুবিধাবাদী দল’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা পৌর এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ড. রেদোয়ান বলেছেন, ‘দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সবচেয়ে বেশি সুবিধাবাদী দল হচ্ছে জামায়াতে ইসলামী। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কর্মকাণ্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ আজও ভোলেনি। তারাই একমাত্র রাজনৈতিক সংগঠন, যাদের নেতৃত্বে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে একত্রিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এখনো তারা সেই মানসিকতা ধরে রেখে নির্দ্বিধায় এ দেশের মুক্তিযোদ্ধাদের নানাভাবে লাঞ্ছিত করছে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করা আর ২৪-এর গণঅভ্যুত্থান এক করে ভাবার কোনো সুযোগ নেই।’

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ছয়বার সরকার বদল হয়েছে।’ এসব বাদ দিয়ে সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

Read Entire Article