সবজি বাজার ঘুরে যা জানালেন সারজিস
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজারঘুরে পণ্যের দরদাম দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এরপর বিভিন্ন পণ্যের দরদাম তুলে ধরে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে সারজিস তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন। এ সময় সবজি, মাছ, মাংস এবং পান বাজারের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।
স্ট্যাটাসে সারজিস লেখেন, পঞ্চগড়ের দেবীগঞ্জে আমার এসএসসি শেষ করার পূর্ব পর্যন্ত স্কুলে যতদিন ছিলাম ততদিন পুরো বাড়ির বাজার করার দায়িত্ব ছিল আমার।
অনেক দিন পর মন খুলে পুরো বাজার ঘুরলাম। দামদর করলাম।
আলুর দাম বেশি উল্লেখ করে লেখেন, আপাতত বাকি সব জিনিসের দাম ঠিকঠাক মনে হয়েছে। ডিম, মাছ, মুরগির দাম আগের চেয়ে কমেছে। শীতকালীন নতুন অনেক শাক-সবজি বাজারে এসেছে।
তিনি আরও লেখেন, গ্রামই আমার কমফোর্ট জোন, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা।