সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি: নুসরাত ইমরোজ তিশা

2 months ago 5
কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেই তালিকায় রয়েছেন নুসরাত ইয়াসমিন তিশার নামের এক নারী। এরপরই সৃষ্টি হয় বিভ্রান্তি। অনেকেই মনে করেন এটি অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। খবরটি ছড়িয়ে পড়ার পর রোববার রাতে (২২ জুন) ফেসবুকে একটি পোস্ট দেন তিশা। যেখানে তিনি লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’ এদিকে মোটা অঙ্কের কর বকেয়া থাকা তারকাদের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ,  নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা ও অভিনেতা আহমেদ শরীফের নাম।  
Read Entire Article