দেশে আগামীতে সব মানুষের অধিকার যেন সুনিশ্চিত হয়- এমন সংবিধান চান বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে এ কথা জানান তিনি।
বাসুদেব ধর বলেন, মহান মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান রচিত হলেও পরে সেটা আর সবার সংবিধান হয়নি। আমরা সব মানুষের অধিকার সুনিশ্চিত করে এমন সংবিধান ও রাষ্ট্র চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘এক পরিবার’-এর কথা বলেছেন। আমরাও ‘এক পরিবার’ চাই। এ দেশে আমরা সবাই ‘এক পরিবার’ হয়ে বসবাস করতে চাই।
তিনি বলেন, একটা ঘটনা ঘটলে সেটিকে অতিরঞ্জিত করে প্রচার করা যেমন অন্যায়, আবার সেটা অস্বীকার করার প্রবণতাও আমরা লক্ষ্য করছি- সেটাও ঠিক নয়। আমরা কোনো ঘটনায় অতিরঞ্জিত কোনো কিছু যেমন চাই না, তেমনি অস্বীকার করা হচ্ছে- সেটাও চাই না। ঘটনা সেটা যেভাবেই ঘটুক, জড়িতদের ধরতে হবে এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। যথাযথভাবে এসব ঘটনা চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে, হামলার ঘটনা বন্ধ হবে না। গত ৫৩ বছর ধরে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এ সভাপতি বলেন, দেশে অতীতের নির্বাচনগুলোতে ধর্মীয় সংখ্যালঘুরা ভোট দিয়েও মার খেয়েছে, না দিয়েও মার খেয়েছে। তাই আমরা ভবিষ্যতে এমন নির্বাচন চাই না- যেটা আমাদের জন্য নতুন করে নির্যাতন-নিপীড়ন বয়ে আনে।