চিত্রনায়ক নিরব। জন্মদিনের প্রথম প্রহর থেকে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এ তারকা। বিশেষ করে ফেসবুক খুললেই চোখে পড়ছে বিভিন্ন জনের বিভিন্ন রকমের শুভেচ্ছাবার্তা! যা মন ছুঁয়ে যাচ্ছে নিরবের। তবে এবারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো প্রথম ব্যক্তি কে?
এমন প্রশ্নে নিবর সংবাদমাধ্যমকে জানালেন, ‘প্রথমে উইশ করেছে স্ত্রী তাসফিয়া ঋদ্ধি। রাতে সে কেক নিয়ে এসেও সেলিব্রেট করেছে। এরপর কাছের বন্ধু-বান্ধবরা। আরও অনেকে আছেন যারা আমাকে ভালোবাসেন তারাও বিভিন্নভাবে উইশ করছেন। আমি আপ্লুত।’
প্রায় দুই দশক আগে বছর আগে মডেল হিসেবে চিত্রনায়ক নিরবের ক্যারিয়ার শুরু হয়। এরপর বিলবোর্ড, টিভিসির কাজ দিয়ে তিনি দেশের শীর্ষ মডেলদের একজন হয়ে ওঠেন। ২০০৭-০৮ সালের দিকে শাকিব খানের সঙ্গে ‘মন যেখানে হৃদয় সেখানে’ ও ‘মনে পড়ে কষ্ট’ ছবি দুটিতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় কাজ করেন। পরে অসংখ্য নাটকে কাজ করেন। তবে নিরব এখন সিনেমায় মনোযোগী।
জন্মদিন প্রসঙ্গে নিরব বলেন, ‘সারাদিনই ঘরে আছি। অনলাইনে বিভিন্ন মানুষ শুভেচ্ছা জানালেন। তাদের সঙ্গে কথা বলছি, ভার্চুয়াল আড্ডা দিচ্ছি।’
নতুন কাজের খবর জানতে চাইলে নিরব বলেন, ‘আমার ‘শিরোনাম’ সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। কিছু কারণে ঈদে মুক্তি পায়নি। এছাড়া এই সিনেমার কাজও অল্পকিছু বাকি আছে। সেটা শেষ করছি। এই সিনেমার কাজ শেষ না করে ‘গোলাপ’ সিনেমার শুটিং করতে পারছি না। কারণ দুই সিনেমায় চুল-দাঁড়ির ব্যাপারটা ভিন্ন ভিন্ন। তাই এই মাসে ‘শিরোনাম’ শোষ করে ‘গোলাপ’ শুরু করব।’
‘গোলাপ’ সিনেমায় নিরবের নায়িকা পরীমনি। এটি পরিচালনা করবেন শামসুল হুদা।
এমআই/এলআইএ/এএসএম