সবার উদ্দেশে আইএসপিআরে অনুরোধ

3 months ago 11

রাজধানীর রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি আগামী ২৯ মে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত যথাসম্ভব পরিহার করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর। এ সময় বিকল্প সড়কে চলাচলের জন্যও অনুরোধ করে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ২৯ মে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হবে।

এ জন্য আগামী ২৯ মে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১১টা ১৫ মিনিট পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

Read Entire Article